
মোঃ আবু সঈদ
স্টাফ রিপোর্টার ::: সুনামগঞ্জের শান্তিগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক পিএলসি শান্তিগঞ্জ শাখার সহযোগিতায় কর্মশালায় শান্তিগঞ্জ শাখার ম্যানেজার নিখিলেশ তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান।
অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি শান্তিগঞ্জ শাখার অফিসার মোঃ আশিকুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট এর যুগ্ম পরিচালক (ক্যাশ) মোঃ রফিকুল ইসলাম ও বিশেষ অতিথি ও রিসোর্স পার্সন বাংলাদেশ ব্যাংক সিলেট এর যুগ্ম পরিচালক মোঃ ফাহিম মিয়া।
জালনোট চেনার কৌশল সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন বিশেষ অতিথি সোনালী ব্যাংক পিএলসি সুনামগঞ্জ অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আবু সাঈদ সরদার,সমন্বয়কারী বাংলাদেশ ব্যাংক সিলেট এর উপ-পরিচালক শুভাশীষ পাল।
আলোচনার শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন বাংলাদেশ কৃষি ব্যাংক ডুংরিয়া শাখার ব্যবস্হাপক সত্যজিৎ আচার্য্য,কর্মসংস্হান ব্যাংক শান্তিগঞ্জ শাখার ব্যবস্হাপক সুখেন্দ্র সেন, সোনালী ব্যাংক শান্তিগঞ্জ শাখার সিনিয়র অফিসার ইসলাম উদ্দিন,পল্লী সঞ্চয় ব্যাংক শান্তিগঞ্জ শাখার ব্যবস্হাপক পিযুষ কান্তি দাস,সোনালী ব্যাংক শান্তিগঞ্জ শাখার ক্যাশ অফিসার হুমায়ুন কবীর,বাংলাদেশ কৃষিব্যাংক ডুংরিয়া শাখার উর্ধ্বতন কর্মকর্তা আনোয়ার সাদাত এবং কোরআন তেলাওয়াত করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উর্ধ্বতন অফিসার মোঃ আনোয়ার সাদাত ও গীতাপাঠ করেন কর্মসংস্হান ব্যাংকের সহকারী অফিসার অর্ণব কান্তি তালুকদার। শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
তাছাড়া আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডের শান্তিগঞ্জ উপজেলার আহবায়ক মোঃ আতাউর রহমান,সদস্য সচিব সুশীল ব্যানার্জি, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, আশিষ কুমার চক্রবর্তী, সুধা মজুমদার,সঞ্জয় চক্রবর্তী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ সহ সোনালী ব্যাংক,বাংলাদেশ কৃষি ব্যাংক শান্তিগঞ্জ শাখার কর্মকর্তাবৃন্দ, গ্রাহকবৃন্দ, শিক্ষকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।