শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

শান্তিগঞ্জে ঝিনুকে ইমেজ প্রবেশকরণ বিষয়ে প্রশিক্ষণ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রকল্প কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারীজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় মুক্তা চাষের জন্য ঝিনুকে ইমেজ প্রবেশকরণ বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৭ অক্টোবর) উপজেলার সদরপুরস্থ মুক্তা চাষকেন্দ্রে দুইদিনব্যাপী এই প্রশিক্ষণ সম্পন্ন হয়।

প্রশিক্ষণের শেষ দিনে মনিটরিং করেন শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, প্রকল্প পরিচালক শামছুদ্দিন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এনপিসি ড. আবুল হাসনাত, মনিটরিং বিশেষজ্ঞ হেনা বাড়ৈ, কমিউনিটি বিশেষজ্ঞ জিয়াউল হক ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক প্রমুখ।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এনজিও সংস্থা আরপিডব্লিউএস’র নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন। ব্যবস্থাপণা করেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর ড. শফি উল্লাহ্। প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেন ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৩ জন চাষী।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656