
বিশেষ প্রতিনিধি শান্তিগঞ্জ
মোঃ আবু খালেদঃ- ভোগান্তির দিন শেষ সহজই মিলছে করোনা টিকা।নেই কোন অসুবিধা নেই কোন লাইন। শুধু এনআইডি, কার্ড অথবা জন্মনিবন্ধন আর মোবাইল নাম্বার নিয়ে আসলেই মিলছে টিকা।
শনিবার(১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার সর্বস্তরের মানুষকে টিকার প্রথম ডোজের আওতায় আনার লক্ষ্যেই উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ মান্নান চত্বরে সপ্তাহব্যাপী করোনা টিকার মেলার উদ্বোধন করেন।

উপজেলার জনসাধারণের কথা মাথায় রেখে ব্যতিক্রম মেলার আয়োজন করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বেচ্ছাসেবীরা জানান প্রথম দিনেই অনেকেই টিকা নিয়েছে বাস ড্রাইভার ট্রাকের ড্রাইভার সহ আর অনেক মানুষ। এই কার্যক্রম ততদিন চলামান থাকবে যতদিন পর্যন্ত উপজেলায় শতভাগ টিকা প্রদান না হবে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।