শহিদুল ইসলাম রেদুয়ান : কিছুদিন পর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ইতোমধ্যে সবগুলো পূজা মন্ডপের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভক্তবৃন্দরা।
প্রতি বছরের ধারাবাহিকতায় শান্তিগঞ্জ উপজেলায় এইবছর ২১টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। তার মধ্যে জয়কলস ইউনিয়নে ৮টি, পশ্চিম পাগলায় ৪টি, পশ্চিম বীরগাঁও ৩টি, পূর্ব বীরগাঁও ২টি, দরগাপাশায় ২টি, পূর্ব পাগলা ১টি ও পাথারিয়ায় ইউনিয়নে ১টি মন্ডপে দেবী দূর্গার পায়ে অঞ্জলি দেবেন ভক্তবৃন্দরা।
প্রতিমা তৈরি সম্পর্কে পূর্ব পাগলা ইউনিয়নের নিরঞ্জন সূত্রধর জানান, ইতিমধ্যে আমরা প্রতিমার কাজ শুরু করেছি। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন আমাদের সাথে যোগাযোগ করেছে এবং প্রতিমার নিরাপত্তায় তারা সর্বাঙ্গী রক্ষণাবেক্ষণে নিয়োজিত থাকবে।
শান্তিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভূষণ তালুকদার ঝন্টু ও সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা বলেন, গত বছর ২৪টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব হয়েছিল। এইবছর ২১ মন্ডপে দুর্গোৎসব হবে। প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা থাকবে এবং নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
এই বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, পূজা নিয়ে আমাদের প্রস্তুতি চলছে। আগামী ২/৩ দিনের মধ্যে পূজা উদযাপন কমিটির সবাইকে নিয়ে বসবো এবং জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনা মতো আমরা কাজ করব।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।