শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

শান্তিগঞ্জে নদী ভাঙ্গণে হুমকির মুখে ২শতাধিক পরিবার। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৫৩১ বার পড়া হয়েছে

আবু খালেদ

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নাইন্দা নদীর তীরবর্তী জয়কলস গ্রামটি নদী ভাঙ্গনের কারণে হুমকির মুখে পড়েছে ২ শতটি পরিবার। সরেজমিন শনিবার(২৭ জানুয়ারি) সকালে জয়কলস গ্রামের নাইন্দা নদীর ভাঙ্গল এলাকা ঘুরে ও গ্রামবাসীর সাথে আলাপকালে জানা যায়, নাইন্দা নদী সংলগ্ন গ্রামের জনসাধারণের চলাচলের জন্য এলজিইডি কর্তৃক নির্মিত পাকা রাস্তাটি বিগত ২ বছর যাবৎ ভাঙ্গনের মুখে পড়েছে। প্রতিনিয়ত ভাঙ্গনের ফলে রাস্তার কিছু অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ইতিমধ্যে কয়েকটি বসত বাড়ীও ভাঙ্গনের কবলে পড়েছে। রাস্তাটি অধিকাংশ জায়গার ঢালাইয়ের নিচের মাটি সরে যাওয়ায় যেকোন সময় রাস্তাটি ভেঙ্গে গিয়ে মারাত্বক দূর্ঘটনার আশংখা করছেন গ্রামবাসী। এই রাস্তা দিয়ে শুধু জয়কলস নয় জগজীবন পুর গ্রামের স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবী শতাধিক মানুষ চলাফেরা করেন প্রতিনিয়ত। এই রাস্তটির নদী ভাঙ্গন এলাকায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক প্রকল্প গ্রহন করে দ্রুত বাস্তবায়ন করার দাবী জানান গ্রামবাসী।

এ বিষয়ে ২৪ জানুয়ারী সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালকের কাছে আবেদন করেছেন গ্রামবাসী। জয়কলস গ্রামের মানিক লাল চক্রবর্তী বলেন, এই রাস্তাটি নদী ভাঙ্গনের কবলে পড়ায় পুরো গ্রামবাসী হুমকির মুখে রয়েছে। শুধু রাস্তায় ভাঙ্গন নয় কয়েকটি বসত বাড়ীতে ভাঙ্গন ধরেছে। এভাবে ভাঙ্গন অব্যাহত থাকলে এই গ্রামের নদীর তীরবর্তী পাকা রাস্তা সহ প্রায় ২ শতটি বসতবাড়ি নদী গর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে।

জয়কলস মনোরঞ্জন দাশ, কাজল বিশ্বাস, গৌতম রায়,মনো রায় সৈলেন বিশ্বাস,সুজন তালুকদার সহ একাধিক ব্যক্তি জানান এই শুধু রাস্তা ভাঙ্গন নয় বর্ষাকালে রাস্তাটি পানি তলিয়ে যায় বিধায় গ্রামের পরিবার গুলোকে নদী ভাঙ্গনের কবল থেকে বাঁচাতে উক্ত ঝুঁকিপূর্ণ রাস্তাটি মেরামত সহ উচ্চতা বৃদ্ধি ও প্রশস্ত করার জন্য প্রশাসনের কাছে তারা জোর দাবী জানান।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা জানান, নদী ভাঙ্গনের ফলে রাস্তা ভেঙে গেছে এ নিয়ে একটি আবেদন পেয়েছি। সংশ্লিষ্ট সবাইকে বলে দিয়েছি যদি আপনারা অন্য দিকে জায়গা দেন আমরা একটা রাস্তা বানিয়ে দিবার চেষ্টা করতে পারি। তাছাড়া নদী ভাঙ্গন বিষয় টা পানি উন্নয়ন বোর্ড দেখভাল করেন আমি তাদের সেখানে আবেদন করতে বলেছি।

সুনামগঞ্জ পওর বিভাগ ২ এর নির্বাহী পরিচালক মো: শামসুদ্দোহা বলেন, এরকম একটি আবেদন আমরা পেয়েছি এর আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656