
হাওড় বার্তা
নিজেস্ব প্রতিবেদনঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের শ্যামনগর গ্রামে নদীর পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহতরা হলেন শ্যামনগর মাঝ হাটির আবু বক্করের দুই ছেলে মারুফের কন্যা শিশু মাসুমা (৭) ও মাসুমের কন্যা শিশু নাসিমা আক্তার (৮)।
পরিবারসূত্রে জানা যায়, সকালের দিকে বাড়ির পাশের নদীতে রাখা স্টিলের নৌকায় খেলা করছিল মাসুমা ও নাছিমা নামের দুই বোন। দীর্ঘক্ষণ নৌকায় তাদের দেখতে না পাওয়ায় অনেক খোঁজাখুঁজির পর নদীতে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন।
শহিদুল ইসলাম রেদুয়ান /২১শে অক্টোবর ২১খ্রিঃ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।