শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

শান্তিগঞ্জে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ! 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ১৪২ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদন:- সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

সোমবার(৭ মার্চ) সকাল সাড়ে ৮ টায় জেলার শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনিক ভবন প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ কালে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উউপজেলা প্রকৌশলী আল নূর তারেক, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সুকুমার চন্দ্র, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমেদ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির প্রমুখ।

শহিদুল ইসলাম রেদুয়ান / ৭ই মার্চ ২২খ্রিস্টাব্দ। 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656