শহিদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে দিলোয়ার হোসেন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ই এপ্রিল) বিকালে ৫ ঘটিকার দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। তখন দিলোয়ার হাওড় থেকে গরু বাড়িতে নিয়ে আসার পথে থেকে বজ্রপাতের শিকার হয় এবং তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তা উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবক উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াঁগাও গ্রামের জমসিদ আলীর ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে নিহতের চাচাতো ভাই ও ইউপি সদস্য আনোয়ার হোসেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।