শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

নতুন নেতৃত্বে শান্তিগঞ্জ কেমিস্ট সমিতি : সভাপতি নজরুল, সম্পাদক নাজমুল

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বাদ আসর গনিগঞ্জ বাজারস্থ মেসার্স আছমা মেডিকেল সেন্টারে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মো. নজরুল ইসলাম রাজু।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মো. নজরুল ইসলাম রাজুকে সভাপতি, মো. নাজমুল হককে সাধারণ সম্পাদক এবং মো. হেলাল আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন-সহ-সভাপতি মিঠন কান্তি সরকার, যুগ্ম সম্পাদক রুপক তাং, অর্থ সম্পাদক বীরেন্দ্র দেবনাথ এবং নির্বাহী সদস্য হিসেবে বজেন্দ্র কুমার তালুকদার, আব্দুল লতিফ, গিয়াস উদ্দিন, দীপু রঞ্জন দাস, সনক দাস, জাকারিয়া, রঞ্জু দাস ও নির্মল তালুকদার প্রমুখ।

সভায় নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের দায়িত্ব পালনে পেশাগত দক্ষতা, একতা এবং নৈতিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656