শহিদুল ইসলাম রেদুয়ান : দিন যত যাচ্ছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনা ক্রমাগতভাবে বাড়ছে।
শনিবার ভোরে সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে রোড সংলগ্ন আহসানমারা সেতুর পাশে বাস-সিএনজির মুখামুখি সংঘর্ষে জমির হোসেন (৩০), আলী নূর (২৬) নিহত হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্য ছেড়ে যাওয়া একটি বাস ও শান্তিগঞ্জ থেকে সুনামগঞ্জের উদ্দেশ্য ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি উপজেলার আহসানমারা সেতুর পাশে গেলে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
সিএনজিতে থাকা ৫ জন গুরুতর আহত হন। পরে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ৩জন আহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।