শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে বেড়েছে শীতের তীব্রতা, ঘন কুয়াশায় ঢেকে আছে জনপদ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান : হাওড়ঞ্চল সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছেন উপজেলা লক্ষাধিক জনসাধারণ।

সরেজমিনে দেখা গেছে, ঘন কুয়াশার কারণে দিনের বেলায় সূর্যের আলো মিলছে না, আর আলো মিললেও তাতে উত্তাপ ছড়াতে পারছে না সূর্য। ঘন কুয়াশায় ঢেকে আছে সড়ক ও আশপাশের এলাকা। যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে, আর লোকজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। সন্ধ্যার আগেই রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়ছে। হিমেল হাওয়ার দাপটে মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।

এদিকে হঠাৎ কনকনে শীত নামায় উষ্ণ পোষাকের দোকানে লেমেছে মানুষের ভিড়। গরম কাপড়ের বেচাকেনাও বেড়েছে। শীতের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছেন খেটে-খাওয়া মানুষ। এই শীত উপেক্ষা করেও কাজ করতে বাইরে বের হতে দেখা গেছে অধিকাংশ খেটে খাওয়া মানুষকে।

হঠাৎ বৈরী আবহাওয়ার প্রভাবে ডায়রিয়া সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে গ্রামাঞ্চলে। সে কারণে হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে শীতকালীন রোগীদের আনাগোনা। এদের মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যা বেশি। এজন্য শিশু ও বৃদ্ধদের সবসময় গরম কাপড় প‍রিয়ে রাখার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

শহিদুল ইসলাম রেদুয়ান / ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656