নিজেস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ - ৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে শান্তিগঞ্জস্থ কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে-উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা মোফাসসির আহমদ রিয়াদের সঞ্চালনায় ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি'র সাবেক সহ সভাপতি বর্তমান আহবায়ক কমিটির সদস্য নাদির আহমদ। বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সলিব নুর বাচ্চু, শের আলম, জেলা বিএনপি'র সাবেক প্রচার সম্পাদক মুহিন খান ময়না, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মোঃ বুরহান উদ্দিন।
এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা জাসাসের আহবায়ক নাজমুল হোসেন, শ্রমিকদল সিলেট এয়ারপোর্ট শাখা'র আহবায়ক সানুর আলী, উপজেলা বিএনপি নেতা ইসমত পাশা, আব্দুর রাজ্জাক ময়না, অলিউল কাইয়ুম, আব্দুল লতিফ, উপজেলা যুবদল নেতা শামীম আহমদ প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন-বিএনপি নেতা আব্দুল কাইয়ুম, আব্দুল ওয়াকিব, সেলিম আহমদ,গিয়াস উদ্দিন, জমিল মিয়া, পর্তুগাল প্রবাসী টিপু সুলতান রুয়েল,সুনামগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি মুরশেদ আহমদ হৃদয়,উপজেলা,নাইমুর রহমান রেজুয়ান,তপু ইসলাম ইমন সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।