শহিদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জ-০৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেনের নেতৃত্বে গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১ আগস্ট) বিকাল ৫টা শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি-বসিয়াখাউরী হাফিজিয়া মাদ্রাসা মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায় জয়সিদ্ধি গ্রামের প্রবীণ মুরুব্বী মোঃ ইলিয়াস মিয়া'র সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা মোফাসির আহমদ রিয়াদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখে ব্যারিস্টার আনোয়ার হোসেন।
তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তৃণমূলের শক্তিকে বিশ্বাস করি। আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি এগিয়ে যেতে চাই।
সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি ও উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সলিব নুর বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, উপজেলা জাসাস আহ্বায়ক নাজমুল ইসলাম, এয়ারপোর্ট থানা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক শাহানুর মিয়া বিএনপি নেতা মোঃ জমিল মিয়া, জয়সিদ্ধি গ্রামের মোঃ তুরন মিয়া, এবং স্থানীয় নেতা-কর্মীরা।
এছাড়া আলোচনা সভায় স্থানীয় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীদের উপস্থিতি প্রমাণ করে যে, তৃণমূলে ব্যারিস্টার আনোয়ার হোসেনের গ্রহণ যোগ্যতা দিন দিন বাড়ছে।
এ সময় বিএনপি নেতা ফারুক আহমেদ, আব্দুল লতিফ, ফখরুজ্জামান, ছাত্রদল নেতা মুরশেদ আহমদ হৃদয়, নাইমুর রহমান রেজুয়ান, তাকিন মিয়া, জিসান মিয়া, নাঈম আহমদ, আলম, মিনহাজ, জাহেদ সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভা শেষে ব্যারিস্টার আনোয়ার হোসেন স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জনসাধারণের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।