


নিজেস্ব প্রতিবেদক : শান্তিগঞ্জের গাগলী গ্রামের মাঠে জমকালো আয়োজনে ব্যারিস্টার আনোয়ার হোসেন ক্রিকেট টুনামেন্ট-২৫ শুভ উদ্ভোধন হয়েছে।
বুধবার (১০ই ডিসেম্বর) সকালে জাতীয় সংগীতের মাধ্যমে টুনামেনন্টের শুভ উদ্বোধন করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে (সুনামগঞ্জ -৩) আসনে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন।
উদ্বোধনী বক্তব্যে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও সামাজিক বন্ধন বৃদ্ধি করে। তিনি সকল অংশগ্রহণকারী দলকে শুভকামনা জানান।
উদ্ভোধনী ম্যাচে অংশগ্রহণ করে দিরাই উপজেলা বনাম সুনামগঞ্জ সদর উপজেলার ক্রিকেট টিম। এসময় শান্তিগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সলিবনুর বাচ্চু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, জয়কলস ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া,গাগলী গ্রামের প্রবীণ মুরুব্বী আব্দুল গফফার, টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য মোঃ নুর হোসেন, আব্দুল্লাহ মিয়া, বিএনপি নেতা মোঃ ফখরুজ্জামান, আব্দুল লতিফ,শিক্ষক আবু সালেহ ছনি,সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোরশেদ আহমদ হৃদয়,উপজেলা ছাত্রদল নেতা মোফাসির আহমদ রিয়াদ,রেজুয়ান আহমদ,আয়োজক সদস্য আবুল কাশেম হৃদয়, সুজাত মিয়া,লিটু মিয়া সহ গাগলী গ্রামের মুরুব্বীয়ানবৃন্দ ও ক্রিকেট প্রেমী খেলোয়াড়বৃন্দ প্রমুখ।
উদ্বোধনের পর প্রথম ম্যাচের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে দিনটি হয়ে ওঠে এক প্রাণবন্ত ক্রীড়া উৎসবে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

