
হাওড় বার্তা
নিজেস্ব প্রতিবেদন: ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সারাদেশে ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভূমিহীন ও গৃহহীন ৪০টি পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার(২৬ এপ্রিল) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এফআইভিডিবির হলরুমে হস্তান্তর কর্মসূচি আনুষ্ঠানিকভাবে গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন পূর্ববর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুঁইয়ার সঞ্চালনায় ভার্চুয়ালি যুক্ত হিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
মন্ত্রী বলেন, আগে দেশে এরকম পাঁকা ঘর ছিলনা, স্কুল পর্যন্ত কাচা ছিল। গ্রামের শতভাগ ঘরই মাটির ছিল। কারণ আমরা পরাধীন ছিলাম। অনেক দুঃসময় পার করে এখন স্বাচ্ছন্দ্যে আছি আমরা। এর মূল কারণ হলো আমাদের স্বাধীনতা। যে স্বাধীনতা পেতে গিয়ে লক্ষলক্ষ মানুষ প্রাণ দিয়েছেন, আমাদের মা-বোনের সম্ভ্রম হারাতে হয়েছে। এই স্বাধীনতা এমনি এমনি আসেনি। স্বাধীনতার পর আমরা ধীরে ধীরে এগুচ্ছিলাম। তবে বর্তমান সরকারের আমলে উন্নয়নের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি আমরা। গৃহহীনদের ঘরগুলো দেখলে গর্ভে বুকটা ভরে যায়। ঘর পেয়ে কতখুশি মানুষ। তাদের জীবনমান কত উন্নত হয়েছে। তারা যা কল্পনাই করতে পারেননি আজ তা বাস্তবায়ন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এজন্য দেশের মানুষ তাকে ভালোবাসে, সম্মান করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খালেদ চৌধুরী,প্রমুখ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।