শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে মটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে নিহত-১ আহত-২!!

শহিদুল ইসলাম রেদুয়ান
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৫ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৯সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শান্তিগঞ্জে উপজেলার গাগলি নামক স্থানে দিরাই- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ও ট্রলির মুখামুখি সংঘর্ষের এই ঘটনাটি ঘটে৷ এতে মোঃ আক্তার মিয়া (২৫) নামের একজন নিহত হয়েছেন। এবং আহত হয়েছেন আরও দুজন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কুমড়াইল গ্রামের জমসেদ মিয়ার পুত্র আক্তার মিয়া মোটরসাইকেলে ২ জন আরোহী নিয়ে দ্রুতগতিতে গাগলি নামক স্থানে আসার পর ট্রলির সঙ্গে মুখামুখি সংঘর্ষ ঘটে। এতে আক্তার মিয়া নিহত হন। এবং গুরতর আহত আবু সুফিয়ান ও সোয়েব হোসেনকে এলাকাবাসীর সহযোগীতায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাগলিতে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে নেয়ার পর একজন মারা গেছেন। এবং আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শহিদুল ইসলাম রেদুয়ান /২৯শে অক্টোবর ২০২২খ্রিস্টাব্দ। 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656