মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)’র শান্তিগঞ্জ উপজেলা শাখা। দিবসটি উপলক্ষে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। বুধবার (২১ শে ফেব্রুয়ারি) উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে বিজ পরিচালিত চন্দপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব কর্মসূচি পালন করি বেসরকারি এ সংস্থাটি। দুপুর ১টায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
পুরষ্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন চন্দপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জালাল উদ্দিন মিন্টু। ডুংরিয়া শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)’র ডেপুটি প্রোগ্রাম ম্যানাজার (শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচি) মো. কামরুজ্জামান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিজ’র শান্তিগঞ্জ উপজেলা শাখার প্রোগ্রাম অফিসার নিলু কান্ত পাল।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- চুরখাই প্রসন্ন কুমার দে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব কান্তি দে, ইনাতনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলি রাসী তালুকদার, চন্দ্রপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনতী সূত্রধর, মাহমুদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা বেগম, নোয়াগাঁও-২ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, বিজ পরিচালিত বিদ্যালয়গুলোর সহকারি শিক্ষক কল্পনা সূত্রধর, সুষমা সূত্রধর, আছমা বেগম, সুজিনা বেগম, ফরিদা বেগম, শিখা সূত্রধর, মমতাজ বেগম, আবু বক্কর সিদ্দিক, মিন্টু সূত্রধর, তাছলিমা বেগম, কয়েছ আহমদ শেলী রানী পাল প্রমুখ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।