নিজেস্ব প্রতিবেদক : দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কর্তৃক অনুমোদিত দামোধরতপী ও মাহমুদপুর দাখিল মাদ্রাসা শাখায় রামাদ্বান মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭শে মার্চ) বাদ যোহর শাখার নাজিম এডভোকেট আতাউল হোসেনের সভাপতিত্বে ও সহকারী ক্বারী আল-আমিন তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দামোধরতপী মাহমুদপুর জামে মসজিদের মোতায়াল্লী আরজক আলী, শিক্ষানুরাগী জমিরুল হক, অত্র শাখার প্রধান ক্বারী সালাউদ্দিন, অত্র শাখার সহকারী ক্বারী ও দামোধরতপী মাহমুদপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব এস এম আল আমিন জাবের, মাস্টার জাহাঙ্গীর হোসেন।
আলোচনা সভায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, অত্র শাখার সহকারী ক্বারী মাওলানা খালেদ মাসুদ, আব্দুল মজিদ, সাঈদুল ইসলাম, জাকুয়ান ইসলাম, ফয়সল আমিন, মাহিন আহমদ, বিশিষ্ট মুরব্বি আসকর আলী, লেবু মিয়া, জামায়াতে ইসলামী পূর্ব পাগলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড সভাপতি অলিউর রহমান, এমরান উদ্দিন,তামিম হোসেন চাঁদ, এহসানুল হক সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ কোর্স পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং উত্তীর্ণ ছাত্র-ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কুরআন খতম উপলক্ষে মুসলিম উম্মাহর কল্যাণ ও অর্থদানকারী এলাকাবাসী সহ সকল শুভাকাঙ্খীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।
প্রসঙ্গত, দক্ষিণ এশিয়া শ্রেষ্ঠ মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ ফুলতলী (রহ.) হাতে ধরে বিশ্বজুড়ে রামাদ্বান মাস জুড়ে দারুল ক্বিরাত প্রশিক্ষণ চলমান রয়েছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।