
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে আধিপত্য বিস্তার ও ফসলের জন্য বৃষ্টি চেয়ে শিরনীর আয়োজন কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামে ছয়হাল মাঠে আবদাল মিয়া-সুফি মিয়া পক্ষ ও নূর মিয়া-আশ্বিক মিয়া পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নূর মিয়া-আশিক মিয়ার পক্ষের আহতরা হলেন-ঠাকুরভোগ গ্রামের মৃত তছই মিয়ার ছেলে নূর মিয়া, মৃত আবকুল খাঁ'র ছেলে শিহাব মিয়া, মৃত রমজান খাঁ'র ছেলে আরজান খাঁ, মৃত আবদুল নূরের ছেলে মতলিব মিয়া, মৃত ইসবর খাঁ'র ছেলে শাহ জাহান খান, আকিক মিয়া, সাজিদ মিয়া।
আবদাল মিয়া-সুফি মিয়া পক্ষের আহতরা হলেন মৃত মনাফ মিয়ার ছেলে আবদাল মিয়া, সুফি মিয়ার ছেলে জুবেল আহমদ, মৃত আছদ্দর আলীর ছেলে হাবিবুর রহমানস ওরফে হাবিব মিয়া, মিজানুর রহমান, মখলিছ মিয়ার ছেলে সেবুল মিয়া, আবুল মিয়া, মনির মিয়ার ছেলে ডালিম মিয়া, সৈয়দ মিয়ার ছেলে জমিদার আলী, মৃত আশাদ খাঁ'র ছেলে রেকুল খান, মৃত আরজু মিয়ার ছেলে ফখরু মিয়া, মৃত কমির মিয়ার ছেলে বাদশা মিয়া, পারভীন বেগম। এছাড়া আরও কয়েকজন আহত হলেও তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গ্রামে শিরনীর আয়োজন করেছিল নূর মিয়া-আশিক মিয়া পক্ষ। ওইদিন সন্ধ্যায় আবদাল মিয়া-সুফি মিয়ার পক্ষ মসজিদের মাইকে ঘোষণা দেন, শনিবার সকালে তারাও শিরনীর আয়োজন করবেন। এ ঘোষণার পর থেকেই উত্তেজনা ছড়াতে থাকে ঠাকুরভোগ গ্রামে। সেই ধারাবাহিকতায় শনিবার সকালে উত্তেজনা আরও ছড়িয়ে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন প্রায় ২৫ জন।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।