শহিদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহত সিরাজ মিয়া ওরফে বিরাট (৫০) উপজেলার দামোধরতপী গ্রামের মৃত তেরাব আলীর পুত্র।
সোমবার দুপুরে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী মামদপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন সুনামগঞ্জ -সিলেট আঞ্চলিক মহাসড়কে মোটর সাইকেলের চাপায় মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজ মিয়া ওরফে বিরাট রাস্তা পার হচ্ছিলেন। এসময় সিলেট থেকে ছেড়ে যাওয়া সুনামগঞ্জগামী মোটর সাইকেল (সিলেট-ল ১২-৬৭০৯) সাথে সরাসরি সংঘর্ষে আহত হন। পরে স্থানীয়দের সহায়তা বিরাট কে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল নিয়ে গেল কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করে।
জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্বাস আলী ঘটনার সততা নিশ্চিত করে বলেন, এই সড়ক দুর্ঘটনায় নিহত বিরাট ব্যতিত আর দুইজন মোটরসাইকেল আরোহীর অবস্থা আশঙ্কা জনক রয়েছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।