


হাওড় বার্তা
নিজেস্ব প্রতিবেদন: দিন যত যাচ্ছে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলায় সড়ক দুর্ঘটনায় বাড়ছে, মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে পূর্ব পাগলা ইউনিয়নের পঞ্চগ্রাম পয়েন্টের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই কারের ড্রাইভার মৃত্যু বরণ করে এবং কারের ৭ যাত্রী আহত হন।
এইসময় হাওড় বার্তা পত্রিকা’র বার্তা শহিদুল ইসলাম রেদুয়ান সরজমিনে উপস্থিত হয়ে স্থানীয় সুত্রে জানতে পারেন, সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি কার উপজেলার পঞ্চগ্রাম পয়েন্টের সামনে পৌঁছাতেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। তখন তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছান এবং ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছেঁ তাদের উদ্ধার করলে কারের ড্রাইভার ঘটনাস্থলেই মারা যান। এবং কারের ভেতরে থাকা অপর ৭ যাত্রী গুরুতর আহত হন। আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
দূর্ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন জয়কলস হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সালেহ আহমদ।
শহিদুল ইসলাম রেদুয়ান/ ১৮ই জানুয়ারি ২০২২ইংরেজি।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

