
হাওড় বার্তা
নিজেস্ব প্রতিবেদন: দিন যত যাচ্ছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাড়ছে, শান্তিগঞ্জে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে জ্যোতিষ চন্দ্র (৪৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।নিহত জ্যোতিষ চন্দ্র দিরাই উপজেলার চানপুর গ্রামের যোগেন্দ্র চন্দ্রের ছেলে সে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাত সোয়া নয়টায় উপজেলার পাগলা বাজার সংলগ্ন মাদ্রাসাপাড়া এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও জয়কলস হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি সিএনজির সঙ্গে সিলেট থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা চালক ঘটনাস্থলে মারা যান।
এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন জয়কলস হাইওয়ে থানা পুলিশের ওসি মোহাম্মদ সালেহ্ আহমদ।
শহিদুল ইসলাম রেদুয়ান /৩ই ফেব্রুয়ারী ২২খ্রিস্টাব্দ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।