শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু।

শহিদুল ইসলাম রেদুয়ান
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১২০৪ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদন: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাস ও মোটর সাইকেল সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত যুবক নাম ফাহিম উদ্দিন (৩০) উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামের মৃত নুরুজ্জামান মেম্বারের ৩য় পুত্র। এবং পূর্ব পাগলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মাসুক মিয়ার চাচাতো ভাই ।

বুধবার রাত আনুমানিক সাড়ে ১১ টায় উপজেলার পাগলা ইউনিয়নের পাগলা শ্রুমদন এলাকায় সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী বাসের সাথে মোটর সাইকেলর সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার রাতে আনুমানিক সাড়ে ১১টায় ফাহিম উদ্দিন পাগলা থেকে মোটরসাইকেল দিয়ে বাড়ি ফিরছিল।এসময় সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী বাসের সাথে সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী ফাহিম উদ্দিন গুরুতর আহত হন। তারপর উন্নত চিকিৎসার জন্য ফাহিম উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এবং চিকিৎসাধীন অবস্থায় ফাহিম উদ্দিন মৃত্যু বরণ করে। পরে হাইওয়ে পুলিশ ঘাতক বাস ও চালককে আটক করে।

দুর্ঘটনাটির সতত্য নিশ্চিত করেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু খালেদ।

শহিদুল ইসলাম রেদুয়ান /৫ই মে ২০২২খ্রিস্টাব্দ। 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656