শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজী নিহত!!

শহিদুল ইসলাম রেদুয়ান
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২৬৬ বার পড়া হয়েছে

দৈনিক হাওড় বার্তা 

নিজেস্ব প্রতিবেদন: দিন যত যাচ্ছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাড়ছে।

শুক্রবার (১৪ই অক্টোবর) উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের দামোধারতপী এলাকার নোয়াগাও গ্রামে সিলেট -সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে বেলা সাড়ে ১০ঘটিকায় সিলেট থেকে সুনামগঞ্জগামী বিরতিহীন বাস শুভ যাত্রা পরিবহন (চট্র মোট্রো-জ ১১-০৫৪৮) বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। এতে চাচা-ভাতিজি ২জন নিহত এবং ২০জন আহত খবর পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়,নিহতরা দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীপাড়া গ্রামের বলে ধারণা করা যাচ্ছে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার তাৎক্ষণিক পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য টিম পাঠানো হয়। এবং স্থানীয়দের সহয়তা আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসা জন্য হাসাপাতালে পাঠানো হয়েছে। এবং নিহত অবস্থায় চাচা-ভাতিজির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি সুনামগঞ্জ পুলিশমর্গে পাঠানো হয়েছে।

শহিদুল ইসলাম রেদুয়ান /১৪ই অক্টোবর ২০২২খ্রিস্টাব্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656