


স্টাফ রিপোর্টার: দ্রব্য মুল্যের উর্ধগতির প্রতিবাদে ফ্যাসিষ্ট সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও কারাবন্দী সকল নেতাকর্মীর মুক্তি সহ – ১০ দফা দাবীতে পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপিও অঙ্গসংগগঠনের উদ্যোগে শনিবার বেলা -১১.০০ঘটিকায় এক পদযাত্রা অনুষ্ঠিত হয়।
বীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও দঃ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব ছলিব নুর বাচ্চুর সভাপতিত্বে পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। জেলা জাসাসের সদস্য জনাব এসএম রাবেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও দঃসুনামগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব তোফায়েল আহমেদ, জেলা যুবদলের সদস্য রাজপথের অগ্রসৈনিক জনাব মনোয়ার হোসেন মিন্টু, বিএনপি নেতা মহিবুর রহমান মবু, জনু মিয়া, শের আলম, শিপাউর, বক্তব্য রাখেন পূর্ব বীরগাঁও যুবদলের সভাপতি জনাব দিদারুল হক, সাঃ সম্পাদক জনাব আঃবাছিত, সৈদুল হক, আতাউর রহমান, আখতারুজ্জামান, নাহিদ হাসান,তয়েজ হাসান, সজিব, হামিদ, দুলাল, রিয়াদুল সহ ইউনিয়ন ছাত্রদল নেতা মিজান,রাহাত তমাল সহ প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

