শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

শান্তিগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২১৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থেকে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (০৪ নভেম্বর) রাত সাড়ে ৯টায় র‌্যাব-৯, সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাগলা ব্রিজের পূর্ব পাশে সিলেট-সুনামগঞ্জ সড়ক থেকে তাদের আটক করে।

আটক দুজন হলো হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর সুরমা এলাকার বাসিন্দা মো. আবু সামার ছেলে মো. সাহাব উদ্দিন (৩৫) এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শক্রমর্দন এলাকার বাসিন্দা সুনাধন আলীর ছেলে আব্দুল কাদের (৫২)।

বিষয়টি নিশ্চিত করেছেন, র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ীদের অবৈধ মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মামলা দায়েরপূর্বক তাদেরকে জব্দকৃত আলামতসহ শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656