শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার(১৬ অক্টোবর) শান্তিগঞ্জ থানায় একই গ্রামের মাহমুদ আলীর ছেলে জাহিদ মিয়ার(১৪) বিরুদ্ধে এমন অভিযোগ দায়ের করেন ধর্ষণের শিকার হওয়া শিশুটির বাবা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় ওই শিশুটি অন্যান্য শিশুদের খেলতে দেখে খেলায় অংশগ্রহণ করতে গেলে অভিযুক্ত জাহিদ মিয়া অগোচরে শিশুটির মুখ চেপে ধরে কুলে করে তার বসতঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর শিশুটিকে বসতঘর থেকে তাড়িয়ে দিলে ব্যাথা পেয়ে শিশুটি চিৎকার করলে পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা খারাপ হওয়ায় তারা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন৷ এই ঘটনার উপযুক্ত বিচার ও অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষার্থীর বাবা।
অভিযুক্ত জাহিদ মিয়া ফোন বন্ধ করে পলাতক থাকায় অভিযোগের ব্যাপারে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ধর্ষণের শিকার হওয়া শিশুর বাবা বলেন, আমার এই ছোট মেয়েটাকে ধর্ষণ করেছে। আজ ৩ দিন হলো কোন সান্ত্বনাই পাইনি। আমি গরীব মানুষ দিন আনি দিন খাই৷ আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই৷
অভিযোগের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকরাম আলী বলেন, শিশু ধর্ষণের অভিযোগ পেয়েছি৷ মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।