শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি :: শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

শুক্রবার(১১ অক্টোবর) রাতে তারা শান্তিগঞ্জ উপজেলার তেঘরিয়া পঞ্চগ্রাম পূজামণ্ডপ, সদরপুর অষ্টগ্রাম পূজামণ্ডপ, পশ্চিম পাগলা লোকনাথ মন্দির পূজামণ্ডপ ও শত্রুমর্দন সনাতন সংঘ পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে মুসলিম-হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ ধর্মাবলম্বীরা যুগ যুগ ধরে একত্রে বসবাস করছেন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপূজা।  এসময়  সাংবাদিক নেতৃবৃন্দের কাছে বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত  ছিলেন সভাপতি মোঃ আবু সঈদ, সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি এম এ কাশেম চৌধুরী,  সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, আইন ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মান্নার মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু খালেদ।

কুশল বিনিময়ে উপস্থিত ছিলেন তেঘরিয়া পঞ্চগ্রাম পূজা উদযাপন কমিটির সভাপতি রাধিকা রঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক রানু তালুকদার, সদরপুর অষ্টগ্রাম পূজা উদযাপন কমিটির সভাপতি মিন্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক গোপাল বিশ্বাস, পশ্চিম পাগলা লোকনাথ মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি অনিল দাস, সাধারণ সম্পাদক লিটন চন্দ্র দাস, শত্রুমর্দন সনাতন সংঘ পূজা উদযাপন কমিটির সভাপতি রমেন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক কেশব দেব।

অপর দিকে শনিবার সন্ধ্যায় ২য় দিনের মতো শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদের নেতৃত্বে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন ও পাথারিয়া ইউনিয়নের দেবগ্রাম পূজামণ্ডপ, নগর পূজামণ্ডপ ও জয়কলস অষ্টগ্রাম পূজামণ্ডপ  পরিদর্শন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মান্নার মিয়া, দেবগ্রাম সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি নিশিকান্ত দে, সাধারণ সম্পাদক অনিক দেব, পরিচালনা কমিটির সভাপতি অজিত চন্দ্র দে, নগর পূজা উদযাপন কমিটির সভাপতি লিটন তালুকদার, সাধারণ সম্পাদক নিতাই দাস, জয়কলস অষ্টগ্রাম পূজা উদযাপন কমিটির সভাপতি সূধারঞ্জন বিশ্বাস ও সাধারণ সম্পাদক হিরন বিশ্বাস প্রমূখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656