শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবু সঈদের বড়বোন আর নেই

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯২ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও শিক্ষানবীশ আইনজীবী মো. আবু সঈদের বড়বোন মোছা. রহিমা আক্তার আর নেই।

গত সোমবার রাতে ছাতক পৌরসভার দক্ষিণ বাগবাড়ি (লেবারপাড়া) নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

মৃত্যুকালে রহিমা আক্তার তার স্বামী, এক ছেলে, দুই মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ফতেপুর গ্রামের মরহুম কুরবান আলী মাস্টার ও মরহুমা শামছুন নাহার চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা।পরিবারের সদস্যরা তার রুহের মাগফিরাত কামনা করে সবার দোয়া প্রার্থনা করেছেন।

মরহুমার মাগফিরাত কামনায় দোয়া করেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ডা: নজরুল ইসলাম রাজু, সহ-সভাপতি কাজী ছাদিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, অর্থ সম্পাদক ওবায়দুল মুন্সী, দপ্তর সম্পাদক শাহরিয়ার আহমদ আকিক, প্রচার সম্পাদক আব্দুল সুবহান খালেদ, নির্বাহী সদস্য আব্দুল বাছিত, ওবায়দুল হক মিলন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656