শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

শান্তিগঞ্জ যুব ফোরামের কমিটি গঠন: আহব্বায়ক সজিব, যুগ্ম আহব্বায়ক রেদুয়ান ও খাদিজা। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: তারুণ্যের শক্তি,বাংলাদেশের সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য সামনে রেখে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে এবং স্বাবলম্বী তরুণ সমাজ গঠন করতে ২০২১ সালের মধ্যে ‘তরুণ উদ্যোক্তা নীতি’, একটি দক্ষ ও কর্মঠ যুব সমাজ তৈরি করতে ২০২৩ সালের মধ্যে ‘কর্মঠ প্রকল্প’ এবং প্রতি উপজেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে স্বল্প ও অদক্ষ তরুণদের দক্ষতা বৃদ্ধি করার পরিকল্পনা বাস্তাবায়েন দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শান্তিগঞ্জ যুব ফোরামের কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৬ই ডিসেম্বর) রূপান্তর এর আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা যুব ফোরামের আহব্বায়ক নির্বাচিত করা হয়েছে সজিব আচার্য এবং যুগ্ম আহব্বায়ক শহিদুল ইসলাম রেদুয়ান ও খাদিজা অক্তার এবং ৩০ সদস্য বিশিষ্ট যুব ফোরাম গঠন করা হয়।

আলোচনা সভায় রূপান্তর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী রবিউল ইসলাম বাবু এর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাজ্জাদুর রহমান নির্বাহী পরিচালক ও সংগঠক পদ্মা ফাউন্ডেশন সুনামগঞ্জ। এবং সর্বিক সহযোগিতায় ছিলেন রূপান্তরের ফিল্ড অফিসার আল ইমরান মুনা। বক্তারা যুব ফোরাম কমিটি আগামী দিনগুলোতে বিভিন্ন উন্নয়ন মুলুক সামাজিক কাজ করবে বলে প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

শহিদুল ইসলাম রেদুয়ান / ৬ই ডিসেম্বর ২০২৩খ্রিস্টাব্দ। 

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656