যশোরের মনিরামপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে চলছে এখনো পর্যন্ত কোন ধরনের সহিংসতা দেখা যায়নি।
সরেজমিনে মনিরামপুর উপজেলার ১০ নং মশ্বিমনগর ইউনিয়নে সুষ্ঠ আনন্দ মুখরিত অবস্থায় ভোট দিচ্ছেন ভোটাররা।
জানতে চাইলে চাপাতলা কেন্দ্রের ভোটাররা এবং মশ্বিমনগর কেন্দ্রের ভোটাররা ও শমশের বাগ দাখিল মাদ্রাসা কেন্দ্রের আরও একটা চাকলা প্রাইমারি স্কুল কেন্দ্রের সাংবাদিক রতন কুমার দাস কে জানায় এখনো পর্যন্ত কোন প্রার্থী আমাদের উপর চাপ সৃষ্টি করেনি ভোট দেয়ার জন্য।
সবাই নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।মশ্বিমনগর কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিরঞ্জন বলেন শান্তি পূর্ণ ভাবে নির্বাচন চলছে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।