দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: “সংঘাত নয়, শান্তি-সম্প্রীতির বাংলাদেশ গড়ি” শ্লোগানকে সামনে রেখে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে সহিংসতা প্রতিরোধের উদ্দেশ্যে দিরাইয়ে গঠিত হলো ‘নারী শান্তি সহায়ক দল’।
বৃহস্পতিবার সকালে দিরাই আদর্শ শিশু শিক্ষা নিকেতনে আয়োজিত এক সভায় এ কার্যকর প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আদর্শ শিশু শিক্ষা নিকেতনের প্রিন্সিপাল ও দিরাই পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর সদস্য সুলতানা রাজিয়া। সভা সঞ্চালনায় ছিলেন ইয়ুথ এম্বাসেডর গ্রুপের সহ-সমন্বয়কারী লিপিকা বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পিএফজি সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার। বিশেষ অতিথি ছিলেন দিরাই প্রেসক্লাব আহ্বায়ক কমিটির সদস্য ও পিএফজি সদস্য সৈদুর রহমান তালুকদার। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দি হাঙ্গার প্রজেক্ট-এর এমআইপিএস প্রকল্পের প্রতিনিধি কুদরত পাশা।
সভায় নারী শান্তি সহায়ক দল গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, গঠন কাঠামো এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নেন পিএফজি সদস্য মজিদা খাতুন, লিলি বেগম, হাফসা বেগম, ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের সদস্য নাজিয়া সরদার, সুবর্ণা আক্তার ইমা, বাবলী, তাড়ল ইউপি সদস্য রুপিয়া, শিক্ষা নিকেতনের পরিচালনা কমিটির সদস্য শাম্মী আক্তার এবং উদ্যোক্তা অপি রানী সরকার।
সভার সর্বসম্মতিক্রমে সুলতানা রাজিয়াকে সমন্বয়কারী, হাফসা বেগমকে যুগ্ম-সমন্বয়কারী এবং লিপিকা বিশ্বাসকে সচিব করে ‘দিরাই নারী শান্তি সহায়ক দল’-এর কমিটি গঠন করা হয়।
এই প্ল্যাটফর্ম নারীর ক্ষমতায়ন, শান্তি স্থাপন এবং সহিংসতা প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।