শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

শাল্লায় জায়গা সংক্রান্ত বিরোধে হামলা আহত ২

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারী-পুরুষসহ দুইজন আহত হয়েছেন।

গুরুতর আহত অবস্থায় একজন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন—শাল্লা গ্রামের মৃত রহমত আলীর ছেলে তকদীর হোসেন দুলাল এবং তার স্ত্রী ইমরানা বেগম। এ ঘটনায় আহত দুলাল বাদী হয়ে গত ১২ সেপ্টেম্বর শাল্লা থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ১১টার দিকে শাল্লা গ্রামে দুলালের বাড়ির আঙ্গিনায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনার সময় পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষরা তাকে ঘেরাও করে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। হামলাকারীরা তার একটি হাত ভেঙে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে।

স্ত্রীর চিৎকারে ইমরানা বেগম এগিয়ে আসলে তাকেও বেদম মারধর করে সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ দম্পতিকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় তকদীর হোসেনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মামলার এজাহারে আসামি করা হয়েছে ১. আ. সালাম মিয়া (২৭), পিতা মৃত লাল মিয়া, ২. পেশকার আলী (৫৫), পিতা মৃত আহমদ আলী,৩. হাজিলা বেগম (৫০), স্বামী পেশকার আলী,৪. মনিশা বেগম (২১), পিতা পেশকার আলী।

এদের সকলেই শাল্লা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে দুলাল পরিবারের সঙ্গে তাদের বিরোধ চলছিল বলে জানা যায়।

এ ঘটনায় শাল্লা থানায় মামলা (নং-০৩/৮০, তারিখ ১২/০৯/২০২৫) রুজু হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩৪১/৩২৩/১৪৩/৪৪৭/৩২৫/৫০৬/৩০৭/১১৪ ধারায় গ্রহণ করা হয়।

শাল্লা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, “ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।”

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656