রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহতপাবনা ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল গ্রেপ্তারছাতকে দুর্গাপূজা উপলক্ষে মোটরসাইকেল শোডাউন ও পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশজাগ্রতকণ্ঠ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদ এর বিতর্ক প্রতিযোগিতায় সম্পন্ন হলো,দোয়ারাবাজারে জিনিয়াস-পাইলট একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপনজামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে সভা অনুষ্ঠিত জাউয়া বাজারে হবে দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি, জায়গা নির্ধারণনাসিরনগরে আলম হত্যার রহস্য উন্মোচন, ছেলের হাতেই পিতা খুনছাতকে নিটল মোটরসের নির্মাণ কাজে চাঁদা দাবির অভিযোগছাতকে মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের কমিটি গঠন

শাল্লায় পৃথকভাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের শাল্লায় পৃথকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিশাল শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এমএ রাজ্জাকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস, মো. আব্দুল করিম, সদস্য মাহবুব সোবহানি চৌধুরী ও মো. আলী আমজাদ তালুকদার। এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা উল্লেখ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করতে হবে। ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতানৈক্য ভুলে বিএনপি পরিবারের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

অন্যদিকে, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের তত্ত্বাবধানে পৃথকভাবে আরেকটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় মিলিত হয়। সেখানে বক্তব্য রাখেন—হবিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মোছা মিয়া, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শান্তূ মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শাকিল আহমেদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বিএনপির ইতিহাস, ঐতিহ্য ও আন্দোলন সংগ্রামের কথা তুলে ধরে দলের প্রতি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656