বিশেষ প্রতিনিধি:- সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের খল্লি গ্রামের উত্তরপাশে ছায়ার হাওর উপ-প্রকল্পের আওতায় নির্মাণ করা ৯০ নম্বর পিআইসির বাঁধে ধস নেমেছে। বাঁধের নিচ দিয়ে বুধবার (৬ এপ্রিল) দুপুরে হঠাৎ পানি ঢুকতে শুরু করেছে। খবর পেয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হাজারো মানুষ ছুটে এসে স্বেচ্ছাশ্রমে বাঁধে মাটি ফেলেন সাধারণ মানুষ থেকে শুরু করে গ্রামের নারী ও শিশু শিক্ষার্থীরা। হাজারো মানুষের প্রাণপণ চেষ্টায় কোনো রকমে বাঁধটি টিকে রয়েছে।
তবে কৃষকরা বলছেন, এই বাঁধ বৃষ্টি হলে আর রক্ষা করা যাবে না। ছায়ার হাওরে তিনটি জেলার হাজার হাজার হেক্টর বোরো জমি রয়েছে। দুর্বল ওই বাঁধের কারণে হুমকির মুখে পড়েছে প্রায় ২০ হাজার হেক্টর জমির বোরো ধান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব বলেন, আমরা কাজ করছি। আপাতত কোনো ঝুঁকি নেই। মাটি কাটার জন্য এক্সভেটর মেশিন আনা হচ্ছে বলে তিনি জানান।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।