
হাওড় বার্তা
সুনামগঞ্জের ছাতক উপজেলা ঐতিহ্যবাহী পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি, সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ ও তপোবন কিন্ডারগার্ডেন পরিচালনা পর্ষদের সভাপতি দিগেন্দ্র কুমার তালুকদার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বুধবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় পরলোক গমন করেন। ওইদিন দুপুরে সাবেক কর্মস্থল পাইগাঁও উচ্চ বিদ্যালয়ে দিগেন্দ্র কুমার তালুকদারের মরদেহ নিয়ে আসা হলে তাকে একনজর দেখার জন্য সহকর্মীবৃন্দ, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সমাগম ঘটে।
এ সময় ছাতক-দোয়ারা আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে শেষ শ্রদ্ধা জানান। পরে তার মরদেহ সুনামগঞ্জের মধ্যনগর গ্রামের বাড়িতে নিয়ে অন্তোষ্ট্রিক্রিয়া সম্পন্ন করা হয়। প্রবীণ এ শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।