
যশোর জেলা প্রতিনিধি।
মনিরামপুরে মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার দিলেন শিক্ষক।২৮ এপ্রিল বৃহস্পতিবার মনিরামপুর উপজেলার পৌর এলাকার বিজয়রামপুর মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার নুরানী মক্তবের শিক্ষার্থীদের মাঝে কলম উপহার দেন শিক্ষক হাফেজ মোঃ আব্দুল্লাহ আল মামুন।
শিক্ষক হাফেজ মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন ঈদ সামনে মাদ্রাসা ছুটি দেয়া হবে , এইজন্য বছরজুড়ে ছেলে মেয়েরা কি পড়াশোনা করেছে তার তার একটা পরিক্ষা নেয়া হয়েছে।
এবং সবাইকে একটি করে কলম উপহার দেয়া হয়েছে।এছাড়াও সারা বছর শিক্ষার্থীদের ফ্রি আরবি, কোরআন,হাদিস, দোয়া মাসয়ালা,মাসায়েল শিক্ষা দেয়া হয়।মাদ্রাসার শিক্ষক আরো বলেন যদি কোন ছাত্র ছাত্রীদের অভিভাবক সেচ্ছায় বেতন দেয় তবে সেটা গ্রহণ করা হয়।মাদ্রাসা টি টিন হওয়ার কারণে শুধু অনাবাসিক নুরানী মক্তবর ক্লাস চলছে , আবাসিক থাকার মত বিল্ডিং এর ব্যবস্থা হলে অন্যন্য বিভাগ সমূহ চালু করা হবে বলে জানান তিনি।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।