আসন্ন শিমুলবাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সাবেক দুই দুই বারের ইউপি সফল চেয়ারম্যান ধনপুর গ্রামের হাজ্বী আব্দুল্লাহ । চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে প্রবীন তিনি । হাজ্বী আব্দুল্লাহ সাহেব শিমুলবাক ইউনিয়নের বিভিন্ন সালিশ ও সামাজিক উন্নয়ন মূলক কাজের দায়িত্ব পালন করছেন। তিনি সবার পরিচিত মানুষ। এলাকার যে কোন মানুষ সমস্যায় পড়লে ছুটে যান তিনি। শিমুলবাক ইউনিয়নে সকল বয়সী ও শ্রেনী পেশার মানুষের পরিচিত ও আপনজন হাজ্বী আব্দুল্লাহ ।
মানুষের বিপদে ঘরে বসে থাকতে পারেন না তিনি, ছুটে যান বিপদগ্রস্থ মানুষের পাশে। যুবসমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলা, ক্রীড়ামোদী করে গড়ে তোলা, এলাকার উন্নয়নে অংশগ্রহণ করা নিশ্চিত করা। তিনি বিশ্বাস করেন ব্যক্তিগত সহযোগিতা দিয়ে সমাজ ও সমাজের মানুষের সব সমস্যা সমাধান করা যায়না। তাই বৃহৎ পরিসরে সমাজের সার্বিক উন্নয়নে এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক ইউপি চেয়ারম্যান হাজ্বী আব্দুল্লাহ এলাকার উন্নয়নের স্বার্থে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে নেমেছেন। নির্বাচিত হলে সকল কর্মকান্ডে জনগনের অংশ গ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ আধুনিক ইউনিয়ন গঠন করতে চান তিনি। একইসাথে মাদক, সন্ত্রাস ও দুর্ণীতি প্রতিরোধসহ জনসচেতনতামুলক কর্মসুচি গ্রহন করতে চান তিনি।এলাকার বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বলে জানা গেছে, দক্ষ সংগঠক ও বলিষ্ঠ নেতৃত্বের কারনে তারা এবার হাজ্বী আব্দুল্লাহ ’কে ভোট দিতে চায়। শিমুলবাক ইউনিয়নের উন্নয়নে তার বিকল্প নাই।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।