
সিলেট সদর প্রতিনিধি
সিলেট সদর উপজেলা ৭ নং মোগলগাঁও ইউনিয়ধীন লামা আকিলপুর এলাকায় পুরে গ্রামে পাগলা শিয়ালের আতঙ্ক এ দিন ও রাত কাটাচ্ছেন এলাকার মানুষের। এ পর্যন্ত পাগলা শেয়ালের আক্রমনে ও কামড়ে যুবক সহ অনেকজন আহত হয়েছেন।
এদের মধ্যে গুরুতর আহত ৩জন চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী জানায়, গত একসপ্তাহ যাবত এই অবস্থায় কাটছে এলাকার মানুষের দিন কাল গত সপ্তাহের শুরুর দিকে প্রথমে ভোরে একটি শিয়াল ক্ষিপ্ত হয়ে লামা আকিলপুর ও পীরেরগাঁও এলাকার কয়েকজনকে কামড়ে গুরুতর আহত করেছে।
আহতরা হলেন, লামা আকিলপুর ভোল্তার শফিক (৩০), পীরেরগাঁও এলাকার মোঃ সাজন আহমদ (২৫) সহ আরো অনেকে।
বর্তমানে সবার দিন রাত কাটছে আতঙ্ক ভয়ে, সবার হাতে হাতে দেখা যায় লাঠি, লোহার রড সহ বিভিন্ন জিনিসপত্র।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।