নাঈম হোসেন: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, জীবনের শেষ পর্যায়ে এসে তিনি আবারও জনগণের পাশে থাকতে চান। তিনি ঘোষণা দেন— আগামী জাতীয় সংসদ নির্বাচনই হবে তার জীবনের শেষ নির্বাচন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) শাল্লা সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম থেকে নেতা-কর্মীরা মিছিলসহকারে জনসভায় যোগ দেন।
মঞ্চে দুই কন্যাসহ উপস্থিত হলে নাছির উদ্দিন চৌধুরীকে করতালির মাধ্যমে স্বাগত জানান কর্মীরা। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “শাল্লার মানুষ আমাকে অনেক ভালোবাসে। হয়তো সেই ভালোবাসার প্রতিদান পুরোপুরি দিতে পারিনি। তবে জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের জন্য কাজ করতে চাই। একসময় আপনাদের ভোটে আমি সংসদ সদস্য হয়েছিলাম, কিন্তু কখনো ব্যক্তিস্বার্থে কিছু করিনি। আজও চিকিৎসাধীন অবস্থায় আপনাদের পাশে আছি।”
তিনি আরও বলেন, এ আসনটি তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চান। একইসঙ্গে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল। সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান রিয়াজ।
এ সময় আরও বক্তব্য দেন— নাছির উদ্দিন চৌধুরীর কন্যা নাজিয়া চৌধুরী, জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব সুবহানী চৌধুরী, আলী আমজাদ তালুকদার, ডা. উসমান গনি, সাবেক সহ-সভাপতি আলী আমজদ, সাবেক সদস্য আতাহার চৌধুরী, সাংবাদিক রোদ্র মিজান, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, হবিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মুছা মিয়া, আটগাঁও ইউনিয়নের আহ্বায়ক জুনেদ আহমেদ তালুকদার, হবিবপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক শৈলেন্দ্র কুমার দাস, বাহাড়া ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বিজয় কান্তি সরকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাগর দাশ, ছাত্রদলের নেতা রোমান আহমেদ ও শাকিল আহমেদ প্রমুখ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।