


সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে বড় জয় পেয়েছেন ড. মোহাম্মদ সাদিক। দুই উপজেলার ১১২ ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক পেয়েছেন ৯০ হাজার ৫৯০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ পেয়েছেন ৩১ হাজার ৭২১ ভোট।
প্রসঙ্গত, সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে ভোটার ৩ লক্ষ ৪১ হাজার ৮২৯ জন। এরমধ্যে পুরুষ ১ লক্ষ ৭৩ হাজার ৩৬৬ জন এবং নারী ১ লক্ষ ৬৮ হাজার ৪৬১ জন। হিজরা ভোটার রয়েছে ২ জন। আসনের দুই উপজেলার ১৪ ইউনিয়নে ১১২টি ভোটকেন্দ্র রয়েছে। ভোট কক্ষ রয়েছে ৭৪৫টি। এরমম্যে স্থায়ী ৭৩১টি এবং অস্থায়ী ১৪টি।
আসনের সুনামগঞ্জ সদর উপজেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ ১৭ হাজার ৭০২ জন। এরমধ্যে পুরুষ ১ লক্ষ ১০ হাজার ৪৬২ জন এবং নারী ১ লক্ষ ৭ হাজার ২৩৯ জন। হিজরা ভোটার রয়েছে ১ জন। উপজেলার ৯টি ইউনিয়নে ৭৭টি ভোটকেন্দ্র রয়েছে। ভোটকক্ষ ৪৬৮টি। এরমধ্যে স্থায়ী ৪৬৫টি এবং অস্থায়ী ৩টি।
বিশ্বম্ভরপুর উপজেলায় ভোটার সংখ্যা ১ লক্ষ ২৪ হাজার ১২৭ জন। এরমধ্যে পুরুষ ৬২ হাজার ৯০৪ জন এবং নারী ৬১ হাজার ২২২ জন। হিজরা ভোটার রয়েছে ১ জন। উপজেলার ৫টি ইউনিয়নে ৩৫টি ভোট কেন্দ্র রয়েছে। ভোট কক্ষ ২৭৭টি। এরমধ্যে স্থায়ী ২৬৬টি এবং এবং অস্থায়ী ১১টি।
এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ৪ জন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক (নৌকা), জাতীয় পার্টির পীর ফজলুর রহমান মিসবাহ (লাঙল), স্বতন্ত্র মো. মোবারক হোসেন (কাঁচি) এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মোহাম্মদ দিলোয়ার (আম)। সুষ্ঠু ভোটের মাঠ নেই অভিযোগ এনে সরে দাঁড়িয়েছেন বিএনএম মনোনীত প্রার্থী দেওয়ান শামছুল আবেদীন। এছাড়াও প্রতীক বরাদ্দের পরের দিন নৌকাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

