
হাওড় বার্তা
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় টস জিতে নিজের চেনা মাঠে তারুণ্যনির্ভর শ্রীলংকার বিপক্ষে টাইগার ব্যাটসম্যানদের কাঁপাকাঁপিতে শেষ পর্যন্ত ৪৮.১ বলে ২৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ।
দলের হয়ে সর্বোচ্চ ১২৫ রান করেন মুশফিকুর রহিম।এছাড়া ৪১ রান করে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ।
স্বাগতিক শ্রীলঙ্কা ২৪৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ডিএল মেথডে ৪০ ওভারে ১৪১ রান করতে সক্ষম হয় ৯ উইকেটে শ্রীলংকা। বৃষ্টি আইনে ১০৩ রানে জয় পায় বাংলাদেশ।
শ্রীলঙ্কা দলের হয়ে সর্বোচ্চ রান ২৪ দানুশকা গুনাথিলাকা,আর বাংলাদেশের দলের হয়ে সর্বোচ্চ উইকেট নেন মুস্তাফিজুর রহমান ৩টি, মেহদি হাসান মিরাজ ৩টি, সাকিব আল হাসান ২টি।
ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মুশফিকুর রহিম।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।