নিজেস্ব প্রতিবেদন:- সংগীত শিল্পী শরিফুজ্জামান সোহাগ ও সুমাইয়া জামান বন্নার একমাত্র কন্যা আইলান জামান মালিহার শুভ জন্মদিন। গত ২৭ ফেব্রুয়ারী ২০২০ইং বৃহস্পতিবার মালিহা জন্ম গ্রহণ করেন।
আজ ঘরোয়া পরিবেশে মালিহার জন্মদিন পালিত হয়েছে। অনুষ্ঠানে মালিহার আত্মীয়স্বজন ও তার বাবা মা এর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।
মালিহার বাবা এবং মায়ের স্বপ্ন তাকে ডাক্তার বানাবেন। মানুষের বিনা মুল্ল্য চিকিৎসা করা তাদের স্বপ্ন। পরিশেষে আইলান জামান মালিহার বাবা সংগীত শিল্পী শরিফুজ্জামান সোহাগ ও সুমাইয়া জামান বন্না দেশবাসীর কাছে তাদের একমাত্র কণ্যার জন্য দোয়া চেয়েছেন
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।