শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

সত্যের জয় -মুফতি আল আমিন ইসলাম সরকার যুক্তিবাদী

হাওড় বার্তা ডেস্কঃ
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৯৩৪ বার পড়া হয়েছে

 

সত্যের জয়
মুফতি আল আমিন ইসলাম সরকার যুক্তিবাদী
________________________________________
সত্যের জয়
মিথ্যার পরাজয়
ঘটেছে -ঘটবে
চিরকাল –
মিথ্যার পরিণতি হবে
নাজেহাল।

ইতিহাস আর গ্রন্থের
পাতায় পাতায়
প্রমাণ রয়েছে যে তার।
মুক্তি পাবে, শান্তি পাবে
সত্যের পথে যারা রবে।

নবী-রাসুলগনে
মিথ্যা আর পাপাচার
বিনাশিতে
যুদ্ধ যে করেছে ক্ষণে ক্ষণে।
মিথ্যাকে বিনাশিতে
সত্যকে জাগাতে
জীবন দিয়েছেন
সত্যের তরে।

সত্যের নিশান উড়েছে ভূবনে,
মিথ্যা আর পাপাচার যত
পদ ধুলিত তব।

সত্যের জয়,
মিথ্যার পরাজয়,
ঘটেছে -ঘটবে
চিরকাল।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656