শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

সমাপ্ত হলো kohelia tv হোরার আলো এবং মিনারে সুর।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩৭২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:::: জনপ্রিয় অনলাইন ভিত্তিক মাল্টিমিডিয়া চ্যানেল kohelia tv’র মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজনঃ ইসলামিক অনুষ্ঠান “হেরার আলো এবং মিনারের সুর।

প্রতিদিন বিকেল ৫ টায় কোহেলিয়া টিভি’র ফেইসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে বে অফ বেঙ্গল টুরিজম-এর সৌজন্যে সরাসরি সম্প্রচার হতো এই হেরার আলো ইসলামিক অনুষ্ঠানটি – যেখানে ইসলামিক স্কলাররা আলোচনা করত বিভিন্ন ইসলামিক বিষয়বস্তু নিয়ে।

তাছাড়া পবিত্র রমজানে ইসলামিক গান এবং কোরআন তেলাওয়াত নিয়ে আরো একটি বিশেষ আয়োজন ছিল।

এমএসআই এর সৌজন্যে যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র এবং হাফেজরা ইসলামিক গান এবং কোরআন তেলাওয়াত করেন।

কন্টেন্ট আকারে ধারণ করে সেগুলো দর্শকদের উদ্দেশ্যে প্রচার করা হতো kohelia tv ফেউসবুক এবং ইউটিউব চ্যানেলে।

প্রতিবছর koheliatv এ বিশেষ আয়োজন টা নিয়মিত থাকবে বলে জানান আয়োজকরা।

কোহেলিয়া টিভি মূলত বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ/বিনোদন /খেলাধুলা বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও এবং সরাসরি ও ওয়েবসাইটে প্রকাশ করে থাকে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656