শহিদুল ইসলাম রেদুয়ান : ছাতক উপজেলার জাউয়াবাজার সলিউশন লার্নিং ইংলিশ কর্তৃক আয়োজিত কিডস কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন।
শনিবার (১৭ই জানুয়ারি) সলিউশন লার্নিং ইংলিশের ডিরেক্টর গৌছুল হক নাঈমে'র সভাপতিত্বে পুরুষ্কার বিতরণী ও আলোচনা সভায় বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী শামসুল কবির মুহিত, অসীম চক্রবর্তী ও মাওলানা কমর উদ্দিন।
এসময় প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর সেলিম মিয়া, মেহেদী হাসান ইমন, সুমাইয়া বেগম, হামিদা বেগম, এমজাদ হোসেন, লিলি বেগম, তানহা রিয়া দীপ্তি ও তামান্না বেগম,প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল আয়োজন শিশুদের মেধা ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিশুদের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।