


ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি, লিওনেল মেসি ও সার্জিও বুসকেতস। বার্সেলোনায় দীর্ঘ সময় একসাথে খেলে অসংখ্য সাফল্য অর্জন করেছেন। বর্তমানে ইন্টার মায়ামিতেও খেলছেন এই দুই তারকা। এবার সতীর্থকে উদ্দেশ্য করে আবেগঘন বার্তা দিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
বিশ্বফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন লিওনেল মেসি। তার ফুটবল ক্যারিয়ারে বিশেষ জায়গা দখল করে আছেন সার্জিও বুসকেতস। দুজনের একসাথে খেলার শুরু ২০০৮ সালে বার্সেলোনার হয়ে। তারপর প্রায় দেড় যুগ ধরে কাতালান ক্লাবের হয়ে খেলেছেন তারা।
সম্প্রতি বুসকেতসকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চিঠি প্রকাশ করেন মেসি। সেখানে তিনি লিখেছেন—
“একসাথে শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত। তোমার ফুটবল উপভোগ করা ছিল এক বিশাল সৌভাগ্য, বুসি। আর আমাদের এখনও কিছুটা পথ বাকি আছে।”
মেসি ও বুসকেতস একসাথে বার্সেলোনার হয়ে জিতেছেন—
৮টি লা লিগা শিরোপা
৩টি চ্যাম্পিয়ন্স লিগ
৭টি কোপা দেল রে সহ অসংখ্য শিরোপা।
বর্তমানে দুজনই যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন। লিগে লড়াইয়ের পাশাপাশি, ক্লাবের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারা।
মেসির এই আবেগঘন বার্তা প্রমাণ করে মাঠের বাইরেও কতটা গভীর সম্পর্ক রয়েছে এই দুই ফুটবলারের মধ্যে। ভক্তরাও আবেগে ভাসছেন, কারণ বার্সেলোনা থেকে শুরু করে ইন্টার মায়ামি পর্যন্ত দুই কিংবদন্তির একসাথে পথচলা ফুটবল ইতিহাসে হয়ে থাকবে স্মরণীয়।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

