শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

সিরিজ বোমা হামলার প্রতিবাদে জামালপুর জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

রবিন পাঠান:- জামালপুর জেলা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৯৬ বার পড়া হয়েছে


২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে বিএনপি-জামায়াত জোট সরকারের মদদপুষ্ট জঙ্গিদের সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামালপুর জেলা ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৭ আগস্ট) বিকেলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সভাপতি মো. খাবির বাবু ও সাধারণ সম্পাদক মো. নাফিউল করিম রাব্বি। এ সময় জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৫ সালের এই দিনে বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে জঙ্গিরা সারা দেশে সিরিজ বোমা হামলা চালিয়ে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করে।

বিএনপির চলমান আন্দোলনের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, দেশের মানুষ জঙ্গি তৎপরতা, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা মেনে নেবে না। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধীনে বাংলাদেশ নিরাপদ আছে এবং থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656