
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
সিলেটের প্রখ্যাত ও জনপ্রিয় মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক, বিশ্বনাথের কৃতিসন্তান, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এসএম আবুল লেইছ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
শুক্রবার (২০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় সিলেট মহানগরীর হাউজিং এস্টেটের বাসায় তিনি ইন্তেকাল করেন।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন অধ্যাপক ডা. এসএম আবুল লেইছ। মৃত্যুকালে তার বয়স ছিল আনুমানিক ৯১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, আজ শনিবার বাদ জোহর সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তার নিজগ্রাম ইসলামপুর গ্রামের জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুম অধ্যাপক ডা. এসএম আবুল লেইছের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এতে ইমামতি করেন তার আপন চাচাতো ভাই ওই মাদ্রাসার বর্তমান মুহতামিম মাওলানা হাফেজ শায়েখ মুহসিন আহমদ। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।