স্টাফ রিপোর্টার : সিলেট-৩ আসনের বর্তমান সাংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের সমর্থক দ্বারা প্রয়াত সাংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির সমর্থক গোষ্ঠী নির্যাতিত ও হামলা শিকারের অভিযোগ উঠেছে।
ফেঞ্চুগঞ্জে সাবেক সাংসদ আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির ২০২১ সালের ১১ই মার্চ মৃত্যু বরণ করার পর থেকে আওয়ামীলীগ রাজনীতিতে চরম উত্তেজনা বৃদ্ধি হয়েছে। এই বর্ষীয়ান রাজনীতিবীদের মৃত্যুতে যেখানে দলীয়ভাবে শোক পালনের কথা ছিল। কিন্তু সেখানে প্রতিপক্ষ আওয়ামীলীগের নির্বাচিত এমপি হাবিবুর রহমান হাবিব সমর্থক গোষ্ঠী উল্টো সামাদ সমর্থক গোষ্ঠীর ওপর একের পর এক হামলা ও নির্যাতন করে।
স্থানীয় সুত্রে জানা যায়, এমপি সামাদের মৃত্যুতে ফাঁকা হয়ে যাওয়া আসনে হাবিবুর রহমান হাবিব এমপি নির্বাচিত হলে তার সমর্থিত লোকজন পূর্ব শত্রুতার জেরে সামাদ চৌধুরীর ঘনিষ্ঠ নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, বাড়িঘরে ভাঙচুর এবং হয়রানি মূলক হামলা পরিচালনা করে আসছে। সর্বশেষ মঙ্গলবার (২০শে মে) ২০২১ সালে হামলার শিকার হয়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাওছার আহমেদ। সংগঠনের কর্মীরা জানান কাওছার দলের একজন সক্রিয় কর্মী ছিল এবং সততা ও কর্মদক্ষতা ছিল সবার মধ্যে অন্যতম। তাছাড়া সামদ এমপি সমর্থক অনেক নেতাকর্মীদের স্ব স্ব পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে এমন অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী জানান, প্রায়ত এমপি সামাদ সাহেব ছিলেন একজন জনদরদী নেতা। তার অনুপস্থিতিকে পুঁজি করে একটি চক্র দলীয় বিভাজন তৈরি করেছে। এটি দলীয় ঐক্যের জন্য হুমকিস্বরূপ।
ঐদিকে হাবিব এমপি সমর্থক গোষ্ঠীর একাধিক নেতাকর্মী বলেন সম্প্রতি হাবিব এমপি সমর্থকদের ওপর আনীত অভিযোগ বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।
ঘটনাটির সততা নিশ্চিত করে স্থানীয় প্রশাসন কর্তৃপক্ষ জানায়, যে কোনো অনিয়ম, হামলা বা দমন-পীড়নের ঘটনায় প্রশাসন তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।